বুধবার, মার্চ ১৯, ২০২৫
Led02রূপগঞ্জ

রূপগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ অটোচালক, ঢামেকে মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে মো. হাবিব (৪৫) নামে এক অটোচালক গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে চিকিৎিসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে তার মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় উপজেলার দিকে চনপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত অটোচালক হাবিব চনপাড়া এলাকার আনোয়ার মোল্লা ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

এ বিষয়ে নিহতের ভাই বাবু গণমাধ্যমে বলেন, আমার ভাই পেশায় অটোচালক। রাত দেড়টার দিকে রূপগঞ্জ চনপাড়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় মাদক কারবারিদের দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে যায়। এতে আমার ভাই গুলিবিদ্ধ হন। পরে আমরা খবর পেয়ে ভাইকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক চিকিৎসকের বরাত দিয়ে হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

RSS
Follow by Email