মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে ২ কেজি গাজাঁসহ ডিবির হাতে আটক ২

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে ৪০ হাজার টাকা মূলের ২ কেজি গাজাঁসহ মুন্না ও আজগর নামের ২ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় রূপগঞ্জের দিঘিবরাব সাকিন এলাকা থেকে তাদের আটক করা হয়।এ অভিযানের নেতৃত্বে ছিলেন জেলার গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান।

আটককৃতরা হলেন, রূপগঞ্জের চনপাড়া ২নং ওয়ার্ড এলাকার শাহ আলমের ছেলে মোঃ মুন্না (২৬) ও একই এলাকার হাসান আলীর ছেলে আজগর আলী (২৭)।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। অভিযানে আটকৃত মুন্নার থেকে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই মাদকের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানতে পেরেছি যে, জব্দকৃত মাদকদ্রব্য মুন্না দীর্ঘদিন যাবৎ নিজ হেফাজতে রেখে আজগার আলীর সহযোগীতায় রূপগঞ্জের চনপাড়াসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে।আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email