রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত আরহী
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিয়াদ হাসান (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সঙ্গে থাকা কাজল মিয়া (২৪) নামের আরেক যুবক আহত হয়।
নিহত যুবক রিয়াদ হাসান রূপগঞ্জে বানিয়াদী গ্রামের বাসিন্দা ও একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অপিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী গণমাধ্যমকে জানায়, রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রিয়াদ হাসানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হাসানকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী কাজল মিয়ার চিকিৎসাধীন আছেন।