বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
রূপগঞ্জ

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত আরহী

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিয়াদ হাসান (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সঙ্গে থাকা কাজল মিয়া (২৪) নামের আরেক যুবক আহত হয়।

নিহত যুবক রিয়াদ হাসান রূপগঞ্জে বানিয়াদী গ্রামের বাসিন্দা ও একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অপিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী গণমাধ্যমকে জানায়, রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রিয়াদ হাসানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হাসানকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী কাজল মিয়ার চিকিৎসাধীন আছেন।

RSS
Follow by Email