মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫
Led02রূপগঞ্জ

রূপগঞ্জে সোলায়মান হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে আলোচিত সোলায়মান হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রূপগঞ্জ উপজেলার রূপসী কলেজ গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. দেলোয়ার হোসেন (৪২)। সে রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর নামাপাড়া এলাকার মৃত সরাফত আলীর ছেলে।

র‌্যাব জানায়, সোলায়মান উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নাশিঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে খামারে মাছ চাষ করে আসছিলেন। ঘটনার দিন সাড়ে ১১টার দিকে মাছের খামারের বৃষ্টির পানি বেড়ে যাওয়ায় পুকুরের চারপাশে বাঁধ দিতে যান তিনি। সেখান থেকে তারাব পৌরসভার এলাকার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম মনির ব্যবসা সংক্রান্ত চুক্তির জন্য সোলায়মানকে গন্ধর্বপুর এলাকায় ডেকে নিয়ে যায়। ওইদিন দুপুর ১২টার দিকে সোলায়মান, রাজু, বাবু, এসকে সোলায়মান গন্ধর্বপুর নামাপাড়া মসজিদের পশ্চিম পাশে বালুরমাঠ পাকা রাস্তায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ ও চেয়ারম্যানের আপন ভাই রোমান মেম্বারের হুকুমে কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরসহ অজ্ঞাত ১০/১২ জন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সোলায়মান ও তার সঙ্গে থাকা রাজু, বাবু, এসকে সোলায়মানকে এলোপাথাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরসহ প্রতিপক্ষের লোকজন সোলায়মানকে লোহার হ্যামার ও চাইনিজ কুড়াল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে চলে যায়।

সোলেয়মানকে প্রথমে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঢাকা মেডিকেলে বিকাল ৩টার দিকে চিকিৎসকরা সোলেয়মানকে মৃত ঘোষণা করেন। সোলায়মান মিয়ার (৩৬) হত্যার বিষয়ে তার ভাই রাজীব মিয়া (৩২) বাদী হয়ে রূপগঞ্জ থানায় পৌর কাউন্সিলরসহ ২১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email