শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05রূপগঞ্জ

রূপগঞ্জে সুমন হত্যার মামলায় ৩ যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে রাজমিস্ত্রী সুমনকে কুপিয়ে হত্যার মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব বলছে, ‘গ্রেপ্তারকৃতরা সুমন হত্যাকান্ডের সাথে জড়িত।’

আদমজীনগর কার্যালয় থেকে বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু।

গ্রেপ্তারকৃতরা হলেন-নারায়ণগঞ্জের রূপগঞ্জ বরাব এলাকার ফজলুল হকের ছেলে মো. হাসান (২৪), চাঁদপুর হাইমচরের চর ভৈরবী এলাকার হুমায়ন কবির সোহাগ (২৬) এবং রূপগঞ্জের বরাব এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে মো. রফিক (২৪)।

১৮ সেপ্টেম্বর মধ্যরাতে তারাব পৌরসভার রসুলপুর এলাকায় কালু মিয়ার ছেলে রাজমিস্ত্রী সুমনের লাশ দেখতে পায় এলাকাবাসী। গলার নীচে, সামনে, গলার বাম পাশে, বুকের বাম পাশে, বাম হাতের জয়েন্টের উপর, বাম হাতের বাহুতে, কাধের ডান পাশে পিছনে, পিঠের ডান পাশে কোপাইয়া গুরুতর আহত করলে, নিহত সুমন বাঁচার জন্য কোপ খেয়ে আহত অবস্থায় দৌড়ে এসে পলাশের কয়েল ফ্যাক্টরীর সামনে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় নিহতের মা মোছা. নার্গিস বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং-৫০, তাং-১৮/০৯/২০২৩)

পরে র‌্যাব-১১ এর চৌকশ গোয়েন্দা টীম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাকত আসামী মো. হাসান, সোহাগ ও মো. রফিককে সনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রূপগঞ্জের বরাব বাজার এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

RSS
Follow by Email