শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রূপগঞ্জ

রূপগঞ্জে সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে বিজয় দিবস উৎযাপন

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে বর্নাঢ্য আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দিন ব্যাপি এই আয়োজনে রূপগঞ্জ উপজেলার ২৫ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,মাদরাসা শিক্ষার্থীরা নানান ইভেন্টে অংশ নেন। সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুমের পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ সভাপতি তৌসিফ মনির চৌধুরী, কাঞ্চন পৌর সাবেক মেয়র মজিবুর রহমান ভুঁইয়া, এ্যাডভোকেট সরাফত আলী মিয়া, এ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, সানাউল্লাহ মান্নান সানী, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাংবাদিক মাহবুব আলম প্রিয়, রিপন মিয়া,মাহমুদুল হাসান নয়ন প্রমূখ।

RSS
Follow by Email