বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
রাজনীতি

রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের সমাবেশ

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ সমবেশ করেছে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ডহরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় ওই সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের কোথাও সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ, নৈরাজ্য ও দখলবাজী করতে দেয়া হবে না। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এসব অন্যায়ের সাথে আপোষ করবেন না। তিনি সকলকে সুষ্ঠু ধারার রাজনীতি করার আহ্বান জানান।

গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইয়াছিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টার। সভায় বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন, সাংগঠনিক সম্পাদক অলিউল হাসান অপু, খোরশেদ আলম, বাবু প্রমুখ।

RSS
Follow by Email