বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
রূপগঞ্জ

রূপগঞ্জে সংঘর্ষে ছুরিকাঘাত, ঢামেকে ২ যুবকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে ২ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) ভোরে ও দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরআগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার ৮ নং ওয়ার্ডের পুরান বাজার এলাকায় ঘটে সংঘর্ষের ঘটনা।

নিহত যুবকরা হলেন, তারাব দক্ষিণপাড়া এলাকার আমির হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২২) ও এলাকার রাজু মিয়ার ছেলে হৃদয় (২২)।

স্থানীয়রা জানায়, তারাবো বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় দুই প্রুপ। রাশেদুল ইসলাম ও হৃদয়কে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাদেরকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে রাশেদুল ও দুপুরে হৃদয়ের মৃত্যু হয়।

চিকিৎসাধীন অবস্থায় দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুপগঞ্জ ডিউটি অফিসার।

RSS
Follow by Email