মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
Led05রূপগঞ্জ

রূপগঞ্জে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন, থাকবে ২৩ দেশের গবেষক

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে শুরু হচ্ছে গবেষণাধর্মী আন্তর্জাতিক সম্মেলন “সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি (এসটিআই-৫)”। জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ২৩টি দেশের গবেষকদের অংশগ্রহণে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর এই সম্মেলন গ্রীণ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন আয়োজিত এক সভায় এ তথ্য জানান। সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার আহমেদ, অর্গানাইজিং চেয়ার ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, টেক্সটাইল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নিতাই চন্দ্র সূত্রধর, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুর রহমান এবং এআই অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আবুল হাসান প্রমুখ।

উপাচার্য ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, বাংলাদেশ অর্থনীতি, সমাজ এবং জীবনযাত্রার ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে টেকসই উন্নয়ন অপরিহার্য। গবেষণার ক্ষেত্রে আমাদের অর্জন আজ অনেক বেশি সমৃদ্ধ। চীনসহ বেশ কিছু দেশ ইতোমধ্যে গার্মেন্টস শিল্পকে অটোমেশন পদ্ধতিতে নিয়ে এসেছে। বাংলাদেশও দ্রুত এই পথে এগিয়ে যাচ্ছে।

অর্গানাইজিং চেয়ার ড. মো. সাইফুল আজাদ জানান, বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ডেনমার্ক, রাশিয়া, ইতালি, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, জাপান, চীন, ইরান, ভারত এবং মালয়েশিয়ার গবেষকরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

এ বছর সম্মেলনে উপস্থাপনের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩৫২টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে, যার মধ্যে ১০২টি প্রবন্ধ নির্বাচিত হয়েছে বলে জানান আয়োজকরা।

RSS
Follow by Email