রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led04জেলাজুড়েরূপগঞ্জ

রূপগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ, থানায় মামলা

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে জিসান (২১) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় জিসানের বাবা মো. আলমগীর হোসেন বাদী হয়ে বুধবার (৩১ জুলাই) রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এর আগে, মঙ্গলবার (৩০ জুলাই) রাতে ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন জিসান। সে দনিয়া কলেজের স্নাতক প্রথধম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, জিসান মিঠাবো এলাকার স্থানীয় বাসিন্দা। একই এলাকার নাইমের সাথে জিসানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে জিসানের উপর নাইমসহ ১০-১৫ জন ধারালো অস্ত্র দিয়ে নাইমের উপর হামলা করে। স্বজনরা খবর পেলে গুরুতর আহত অবস্থায় জিসানকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, জিসানের বাবা মো. আলমগীর হোসেন থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

RSS
Follow by Email