রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

লাইভ নারায়ণগঞ্জ: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

১৪ ডিসেম্বর (রবিবার) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সাংবাদিক রিয়াজ হোসেন খান, সাইফুল ইসলাম, মাহবুব আলম প্রিয়, পারভেজ আহমেদ, রিপন মিয়া, শাকিল আহমেদ,মাহমুদুল হাসান নয়ন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবি হত্যার মাধ্যমে দেশপ্রেমিক সন্তানদের হত্যার মাধ্যমে দেশকে পঙ্গু করে দেয়ার অপচেষ্টা করেছে বর্বর পাকহানাদার বাহীনি। তারপর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে মহান স্বাধীনতা অর্জন করে আমরা একখন্ড স্বাধীন বাংলাদেশ পাই।

RSS
Follow by Email