শনিবার, জুলাই ২৬, ২০২৫
Led01Led04রূপগঞ্জ

রূপগঞ্জে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বিক্রমপুর স্টিল লিমিটেড নামে একটি কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্য রাতে উপজেলার রূপসি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার (২৫ জুলাই) ভোর পৌনে ৫টায় দগ্ধ তিন শ্রমিককে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন, বিল্লাল (৩৫), রোমান (৩০) এবং রাব্বানী (৩৫)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে বিল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, রোমানের শরীরের ৩৬ শতাংশ এবং রাব্বানীর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম এই ঘটনা সম্পর্কে এখনো কোনো তথ্য পাননি বলে জানিয়েছেন। তিনি বলেন, “এমন কোনো খবর এখন পর্যন্ত কেউ আমাদের জানায়নি। তবে আমি খোঁজ নিয়ে দেখব। যদি কোথাও এমন ঘটনা ঘটে থাকে তবে ঘটনাস্থলে পুলিশ পাঠাবো।”

RSS
Follow by Email