শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04রূপগঞ্জ

রূপগঞ্জে লেকে ভাসছিল তরুণীর লাশ

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পূর্বাচল উপশহরের একটি লেক থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল দশটার দিকে কুড়িল-কাঞ্চন আঞ্চলিক সড়কের পাশে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকায় এক লেক থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়।

নিহত তরুণীর পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।

এব্যাপারে এসআই মো. জাহাঙ্গির লাইভ নারায়ণগঞ্জকে জানান, সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের দেহে গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার নাম-পরিচয় অনুসন্ধানের চেষ্টা চলছে।

RSS
Follow by Email