রূপগঞ্জে রাজি স্পিনিং মিলে আগুন, নেভাতে গিয়ে ৫ শ্রমিক আহত
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে একটি স্পিনিং মিলে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকার আল রাজি স্পিনিং মিলে ওই ঘটনা ঘটে।
তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
কারখানার জেনারেল ম্যানেজার কাজী হাসানুল করিম গণমাধ্যমকে জানান, কারখানা চালু অবস্থায় ভেতরে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ শ্রমিক আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার দাবি, আগুনে কারখানার ভেতরে থাকা সুতা, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নির্ণয় করা যায়নি। এই ঘটনায় কোন হতাহত নাই তবে, কারখানার পাঁচ শ্রমিক আহত হয়েছেন।