শনিবার, মার্চ ২২, ২০২৫
Led03রাজনীতি

রূপগঞ্জে যুবদল নেতা শামীম মিয়া বহিষ্কার

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শামীম মিয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত চূড়ান্ত ও কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদল বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায় নেবে না। একই সঙ্গে, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ১৮ মার্চ দিনগত রাতে রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাসিব নামে যুবদলের এক কর্মী নিহত হয়। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়।

RSS
Follow by Email