শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বলাইখা এলাকায় রাব্বি মিয়া (২৪) নামে এক যুবকের ঝূলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে বলাইখা এলাকার মোঘল মিয়ার বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, চাঁদপুরের মতলব এলাকার মকবুল প্রধানের ছেলে রাব্বি মিয়া ৬ মাস ধরে রূপগঞ্জের বলাইখা গ্রামের মোঘল মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। বুধবার সকালে স্ত্রীর সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলেন রাব্বি। এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। বিকেল সাড়ে টায় চাঁদপুর থেকে নিহতের স্ত্রীসহ লোকজন এসে ওই ভাড়া বাসা থেকে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী লাইভ নারায়ণগঞ্জকে জানান, গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়। তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

RSS
Follow by Email