শনিবার, জুলাই ৫, ২০২৫
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে যুবককে কুপিয়ে আহত, ঢামেকে মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পারভেজ হাসান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ জুলাই) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই দেলোয়ার।

নিহত যুবক রূপগঞ্জের গোলাকান্দাইল ইউপির আমলাবো এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। পেশায় ইলেকট্রিশিয়ান পারভেজ পাবনা সদর উপজেলার সুপচর এলাকার মজিদ সরকারের ছেলে।

জানা যায়, বুধবার ৩ জুলাই ভাড়া বাসায় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম গণমাধ্যমে জানায়, ঘটনার দিন সন্ধ্যায় ওই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাসরত কিশোর সিয়াম (১৪) ছাদে খেলতে গিয়ে পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুপুরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email