শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
রূপগঞ্জ

রূপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু, আহত ১

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের পূর্বাচলে ৩০০ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে পূর্বাচল উপশহরে কুড়িল-কাঞ্চন সেতুর সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সোহাগ মিয়া(২৭) এক যুবক আহত হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার এক হাসপাতালে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিহত আব্দুর রহিম ভোলা জেলার বাংলাবাজার থানার জয়নগর এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে। তারা রাজধানীর উত্তর বাড্ডার সবজির গলিতে স্বপরিবারে ভাড়া থাকেন।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী লাইভ নারায়ণগঞ্জকে জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

RSS
Follow by Email