শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে মুন্সি ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত পুরুষের (৫৫) মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) উপজেলার আমলাব এলাকার মুন্সি ফিলিং স্টেশনের সামনে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমলাব মুন্সি ফিলিং স্টেশনের সামনে আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পড়ে থাকতে দেখেন ফিলিং স্টেশনের কর্মীরা। তাদের কাছ থেকে সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশটি তাদের হেফাজতে নেয়।
পুলিশ ঘটনাস্থলে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। ওসি তারিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় কোনো গাড়ি দুর্ঘটনার ফলেই এই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে, অজ্ঞাত পরিচয়ের এই ব্যক্তির পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
RSS
Follow by Email