রূপগঞ্জে মাদরাসায় বলাৎকারের অভিযোগ, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ
লাইভ নারায়ণগঞ্জ, স্টাফ করেসপন্ডেন্ট: রূপগঞ্জে মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ হোসেন (২২) নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। শনিবার রাত ১১টার দিকে উপজেলার আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদরাসায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার বাসিন্দা এবং তিনি কয়েক বছর ধরে ওই মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক হোসেন নূরানী শাখার এক ছাত্রকে কৌশলে বলাৎকার করেন। রাতে ওই শিক্ষার্থী ঘটনাটি তার পরিবারকে জানালে অভিভাবকরা দ্রুত মাদরাসায় ছুটে আসেন। তারা অন্যান্য ছাত্রদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। অভিযোগ উঠেছে, এ সময় মাদরাসার সুপারেনটেনডেন্ট সাইফুল ইসলাম ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
এতে এলাকাবাসী ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। উত্তেজিত জনতা মাদরাসায় প্রবেশ করে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হোসেনকে আটক করেন। জিজ্ঞাসাবাদে শিক্ষক প্রথমে অস্বীকার করলেও পরে চাপের মুখে তিনি বলাৎকারের বিষয়টি স্বীকার করেন। ক্ষুব্ধ জনতা এসময় তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জনতা শিক্ষককে পুলিশের হেফাজতে তুলে দেয়।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এক মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিভাবক ও এলাকাবাসী মিলে মোহাম্মদ হোসেনকে আটক করেছিল। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় হেফাজতে নেয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”