মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
Led03আদালত

রূপগঞ্জে মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে মাদক মামলায় ফাহিম ইসলাম মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফাহিম ইসলাম মোল্লা রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার বাসিন্দা।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, গত বছরের ২৮ মার্চ বিকেলে রূপগঞ্জের ভূলতা গাউছিয়া মার্কেট এলাকা থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ ফাহিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আটক করেন। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল, যার রায়ে আদালত এই দণ্ড দেন।

RSS
Follow by Email