রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল আবুল খায়ের গ্রুপের তেল কারখানা
লাইভ নারায়ণগঞ্জ: ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গ্লোব এডিবল অয়েল কারখানার একটি গুরুত্বপূর্ণ অংশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার সিট ক্রাশিং সেকশন সম্পূর্ণরূপে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটকে লড়তে হয়েছে টানা দুই ঘণ্টা।
সকাল সাড়ে ১১টার দিকে কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের সিট ক্রাশিং সেকশনে আগুন লাগে। মুহূর্তেই আগুন তীব্র আকার ধারণ করে এবং চারদিকে ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কুণ্ডলী বহু দূর থেকে দেখা যাচ্ছিল। কারখানার কর্মীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট। তারা নিরলসভাবে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কারখানার প্রশাসন বিভাগের ব্রিগেডিয়ার আশরাফ জানান, অগ্নিকাণ্ডে সিট ক্রাশিং সেকশনের বেশিরভাগ মেশিনারি ও বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি নিশ্চিত করেছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি এবং এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে।