মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led02জেলাজুড়েরূপগঞ্জ

রূপগঞ্জে ব্রিজের নিচ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের পূর্বাচলে একজন মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের পূর্বাচল ১০ নম্বর সেক্টরের চার নম্বর ব্রিজের নিচ থেকে কঙ্কাল উদ্ধার করা হয়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, পূর্বাচলের সড়কের নির্মাণ কাজে কর্মরত একজন নিরাপত্তা কর্মী ব্রিজের নিচে মাটির ভেতর থেকে কাপড় বের হওয়া অবস্থায় দেখে। সেই কর্মী কাপড়ের কিছু অংশ টেনে বাইরে বের করে দেখে, কাপড়ের ভেতরে মানুষের মাথার খুলি ও হাড়গোড়। পরবর্তীতে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী লাইভ নারায়ণগঞ্জকে জানান, পূর্বাচলে ব্রিজের নিচ থেকে একজন মানুষের খুলিসহ প্রায় ৪০ টি হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এর পরিচয় শনাক্তে আমরা ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছি।

তিনি জানান, হাড়গুলোতে কোন আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা একজন মেডিকেল বিশেষজ্ঞের মাধ্যমে খতিয়ে দেখা হবে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email