সোমবার, মার্চ ১০, ২০২৫
Led04আদালত

রূপগঞ্জে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানে ৫লাখ টাকা পরিমানা করা হয়েছে। রবিবার (৯ মার্চ) পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদ’র সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ সময় রূপগঞ্জ কায়েতপাড়া ইছাখালী এলাকায় আকিজ রেডিমিক্স কনক্রিট লিমিটেড প্রতিষ্ঠানে ২ লাখ টাকা, কায়েতপাড়া মাঝিনা এলাকায় করিম অ্যাসকাস্ট এন্ড রেডিমিক্স লিমিটেড প্রতিষ্ঠানে ২ লাখ টাকা ও একই এলাকায় করিম অ্যাসকাস্ট এন্ড রেডিমিক্স লিমিটেড প্রতিষ্ঠানে ১লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রূপগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) পূর্বাচল রাজস্ব সার্কেল মো. উবায়দুর রহমান সাহেল ও মো. তারিকুল আলম’র নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন। অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩), ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক জরিমানা আদায় করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email