বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে বায়ুদূষণ বন্ধে অভিযান, ৪ কারখানায় প্রায় ৫ লাখ জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারএর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো: রাসেল মাহমুদ প্রসিউকিশন প্রদান করেন।

রূপগঞ্জ তারাব বরপার মৈকুলি এলাকায় বিক্রমপুর স্টিল মিলস লিঃ ১ লাখ, তারাব বরপা এলাকার এমরিয়ান্ট স্টিল মিলস লিঃ ১ লাখ ৫০ হাজার টাকা, রূপগঞ্জ তেতলাব এলাকায় আল-ফালাহ স্টিল এন্ড রি-রোলিং মিলস লিঃ ২ লাখ টাকা ও ভূলতা দুপ্তারা সাওঘাট এলাকায় রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিঃ ৩০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ.এইচ.এম রাসেদ জানান, অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক বন্দর ও সোনারগাঁও এ অবস্থিত বায়ুদূষনকারী ৪টি কারখানাকে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বকআদায় করা হয়।

RSS
Follow by Email