বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
Led02আদালতরূপগঞ্জ

রূপগঞ্জে বাবু হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জহিরুল। এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মিজান (৩৫), মোহাম্মদ আলী (৩৮), আব্দুল লতিফ (৬৫), হানিফ (৩৬), সোহেল (৫০), সবুজ (৩৫), মিলন (৪১), সেলিম (৪৩), গোলজার (৩৯), লেদা ফারুক (৪০), রাসেল (৪০), মোমেন (৩৮), সাদ্দাম, শাহীন (৩৯), রুহুল আমিন (৩৮), আবুল (৩৮) ও পণ্ডিত (৪৩)। এরমধ্যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত মোহাম্মদ আলী ছাড়া বাকিরা পলাতক।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।’

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, ‘মাদক বিক্রির প্রতিবাদ করায় ২০১২ সালের ৩১ মে রূপগঞ্জের মাছিমপুর এলাকার মো. জালাল মিয়ার ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপি হত্যা করা হয়। পরে এ ঘটনায় মো. জালাল মিয়া বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় আদালত এ রায় ঘোষণা করেন।’

RSS
Follow by Email