শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
Led05রূপগঞ্জ

রূপগঞ্জে বাকপ্রতিবন্ধীকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত আটক

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ক্রিকেট বল দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বাকপ্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাব এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত যুবক মো. সাব্বির (২২) কেশরাব এলাকার মোহাম্মদ এমদাদুলের ছেলে। তিনি ১৯ বছর বয়সী বাকপ্রতিবন্ধী ওই যুবককে কৌশলে ক্রিকেট বল দেওয়ার কথা বলে বাচ্চু মেম্বারের বাড়ির পুকুরপাড়ে নিয়ে যান। সেখানে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

বলাৎকারের পর ভিকটিম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। অভিযুক্ত সাব্বির পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে খবর দেয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বলাৎকারের অভিযোগে অভিযুক্ত সাব্বিরকে আটক করা হয়েছে এবং তাকে রূপগঞ্জ থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, ভিকটিম যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এই ঘটনায় এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

RSS
Follow by Email