রূপগঞ্জে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে প্রাণ গেল তরুণের
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে শাহীন (২৫) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত শাহীন রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে। তিনি একটি ইন্টারনেট সার্ভিস সেন্টারে কাজ করতেন।
নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের লিডার সিদ্দিকুর রহমান জানান, শাহীন আজ সকালে তার তিন বন্ধু নোবেল, সিফাত ও কাজির সঙ্গে সাইকেলে করে মুড়াপাড়া এলাকায় ঘুরতে আসেন। ঈদ উপলক্ষে ঘুরতে এসে তারা সরকারি মুড়াপাড়া কলেজের পুকুরে গোসল করতে নামেন।
গোসলের একপর্যায়ে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতরে যাওয়ার সময় শাহীন হঠাৎ পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন। তার বন্ধুরা তাকে বাঁচাতে পারেননি।
বন্ধুদের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে পুকুর থেকে শাহীনের মরদেহ উদ্ধার করা হয়।