বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
Led04অর্থনীতিরূপগঞ্জ

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

লাইভ নারায়ণগঞ্জ:রূপগঞ্জে পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এই অবরোধের কারণে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। মালিকপক্ষ দুই দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

দুপুর ১টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় অবস্থিত কারখানার সামনে শ্রমিকরা বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং শত শত যানবাহন আটকে পড়ে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডে প্রায় দেড় শতাধিক শ্রমিক কাজ করেন। কিন্তু গত পাঁচ মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর পরও কোনো সুরাহা না হওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন বলে জানান তারা।

এ বিষয়ে জানতে প্রিমিয়ার স্টিল মিলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভুলতা হাইওয়ে পুলিশ পরিদর্শক মুফাখখির উদ্দিন জানান, “প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস নামের একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে। মালিকপক্ষ দুই দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন। এরপর শ্রমিকরা অবরোধ কর্মসূচি তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।”


RSS
Follow by Email