রূপগঞ্জে ফেসবুক লাইভে এসে যুবককে পিটিয়ে হত্যা: আটক ১
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে শান্ত সরকার নামের এক যুবককে ফেসবুক লাইভে এসে পিটিয়ে ও কুপিয়ে হত্যার মামলায় অভিযুক্ত শাহীন আকন্দকে আটক করেছে র্যাব। রবিবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে একই দিন ভোরে রূপগঞ্জের পলখান এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাহীন হলেন উপজেলার পলখান এলাকার বাসিন্দা।
এবিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘তিন মাস আগে শান্ত সরকার হত্যা মামলায় তার চাচা সালাহউদ্দিন সরকার বাদী হয়ে ১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি শাহীন আকন্দকে র্যাব সিপিসি-৩ এর একটি দল গ্রেপ্তার করে। আমরা তাকে আদালতে পাঠিয়েছি।’
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল সকালে রূপগঞ্জ পূর্বাচলের হিড়নাল এলাকায় যুবদল নেতা শান্ত সরকারকে পূর্ব শত্রুতার জেরে পূর্বাচলের ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। দশদিন পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।