রূপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২ পথচারী, আহত ৪
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে এক দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সড়কের পাশে দাড়িয়ে থাকা ২ পথচারীসহ ৪ জন আহত হয়। বুধবার (১ জানুয়ারী) সকাল পৌনে ৯ টায় হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম।
নিহত ২ পথচারী হলেন, রূপগঞ্জের হাটাবো এলাকার ফালানের ছেলে রাম দাস (৭০) ও একই এলাকার গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭১)। এ ঘটনায় তাহের, রাধামন, সুরেশ্বর ও অনিক নামে আরও চারজন পথচারী আহত হয়।
জানা যায়, সকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন ব্যক্তি। এসময় তাদেরকে চাপা দেয় একটি দ্রুতগামী প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মারা যান রাম দাস ও ইবাদুল্লাহ। আহত হন তাহের, রাধামন, সুরেশ্বর ও অনিক নামে আরও চারজন।
পুলিশ জানায়, এ ঘটনায় প্রাইভেট কারের চালককে আটক করা হয়েছে। সেই গাড়িও জহব্দ করা হয়েছে। এখন পর্যন্ত (এ রিপোর্ট লেখা পর্যন্ত) থানা কোন অভিযোগ করা হয়নি। পুলিশ লাশটিগুলোকে মর্গে পাঠিয়েছে, ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে একইদিন মোটরসাইকেল ও নসিমনের মুখমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ৩ বন্ধুর মধ্যে মোটরসাইকলে চালক হৃদয় নিহত ও ২ বন্ধু আহত হয়। জানা যায়, তিন বন্ধু মিলে রাজধানী থেকে খেজুরের রস খেতে এসেছিলো। রস খেয়ে বাড়ি ফেরার পথেই এ ঘটনা ঘটে।