শনিবার, জুলাই ২৬, ২০২৫
রূপগঞ্জ

রূপগঞ্জে প্রশাসনের অভিযান, আবাসন প্রকল্পে উচ্ছেদ

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বেশ কয়েকটি আবাসন প্রকল্পের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার কাঞ্চন, নলপাথর, মায়রবাড়ি ও কুসাব এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় তিনটি আবাসন প্রকল্পের অফিস উচ্ছেদ করা হয়। এরমধ্যে অনুমোদন না থাকায় পূর্বাচল রিজেন্ট টাউন, ইস্ট উড সিটি ও বেস্টওয়ে সিটিকে সিলগালা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ও তাছবীর হোসেন।

এবিষয়ে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম গণমাধ্যমে জানান, জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই অপরিকল্পিতভাবে বিভিন্ন নামের আবাসন প্রকল্প উপজেলার কাঞ্চন, নলপাথর, মায়রবাড়ি, কুসাব, ভোলাব ও দাউদপুরসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে। এসব আবাসন প্রকল্প অপরিকল্পিতভাবে বালু ভরাট ও কৃষি জমি খনন করে আসছে। অনেক ভুয়া আবাসন প্রকল্প ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ রয়েছে। এই সূত্র ধরে অভিযান চালানো হয়। ইস্ট উড সিটির বিরুদ্ধে সরকারি খাল ভরাট করে দখলের কারণে ৭ গ্রামের ২০ হাজার মানুষকে পানিবন্দি ও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসী। দখলে থাকা ওইসব সরকারি খাল উদ্ধার করা হবে। বিশেষ করে, আজ (বৃহস্পতিবার) উচ্ছেদের প্রথম দিনে কাঞ্চন, নলপাথর, মায়রবাড়ি ও কুসাবো এলাকায় অবস্থিত রিজেন্ট টাউন, ইস্ট উড সিটি, ইউএস-বাংলা, বেস্টওয়ে সিটিসহ ছয়টি আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে কোনো প্রকার অনুমোদন না থাকায় পূর্বাচল রিজেন্ট টাউন, ইস্ট উড সিটি ও বেস্টওয়ে সিটিকে সিলগালা করে দেওয়া হয়। এছাড়া এ তিনটি আবাসন প্রকল্পের পাকা ভবন (অফিস) বেকু ও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, অনুমোদনহীন স্থাপনাগুলো কোনোভাবেই রাখার সুযোগ নেই। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

RSS
Follow by Email