শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: ঈদের আগে ছাটাইয়ের প্রতিবাদে রূপগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ। বুধবার (৯ এপ্রিল) দুপুর বারোটা থেকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় যৌথ বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষের খবর পাওয়া যায়।

এবিষয়ে জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম গণমাধ্যমকে জানায়, ‘এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগে উপজেলার ভুলতা এলাকার রবিনটেক্স (বাংলাদেশ) লিসিটেড কারখানার অন্তত ১২০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা সকালে কারখানাটির সামনে জড়ো হন। পরে দুপুরে যৌথ বাহিনীর সাথে সংঘর্ষ বাধে।

RSS
Follow by Email