রূপগঞ্জে পূর্বাচলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পূর্বাচল উপশহরের একটি নির্জন স্থান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে অন্য কোথাও হত্যা করে তার লাশ গুম করার উদ্দেশ্যে পূর্বাচলে ফেলে রেখে যাওয়া হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্বাচল উপশহরের ১৫ নম্বর সেক্টর থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে পূর্বাচল উপশহরের ১৫ নম্বর সেক্টরের চায়না রেডিমিক্সের দক্ষিণ পাশে অজ্ঞাতনামা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তারা রূপগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি উদ্ধার করে।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমাদের ধারণা, তাকে অন্য কোনো স্থানে হত্যা করে লাশটি এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ তার পরিচয় জানার জন্য আশপাশের থানাসহ অন্যান্য মাধ্যমে অনুসন্ধান চালাচ্ছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ জোর তদন্ত শুরু করেছে।