শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Led03রাজনীতি

রূপগঞ্জে পুলিশের অভিযান, যুব মহিলা লীগ নেত্রী আটক

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পুলিশের অভিযানে যুব মহিলা লীগের এক নেত্রী আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার হাটাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত হলেন, উপজেলার দাউদপুর ইউনিয়ন যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহজাবিন আক্তার মালা। সে একই এলাকার জিন্নত আলীর মেয়ে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী গণমাধ্যমে জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় প্রভাব বিস্তার করতেন মেহজাবিন আক্তার মালা। তিনি জমি দখল, সাধারণ মানুষদের ভয়ভীতি প্রদর্শন ও নানা অপকর্মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে মালা গা ঢাকা দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হাটাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক অভিযোগ রয়েছে।

RSS
Follow by Email