রবিবার, জানুয়ারি ১২, ২০২৫
রূপগঞ্জ

রূপগঞ্জে পিকআপের চাপায় প্রাণ গেল শিশু মারিয়ার

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পিকআপ চাপায় মারিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকালে রূপগঞ্জ উপজেলার গাজী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মারিয়া উপজেলার দড়িকান্দি এলাকার ইসরাফিল ভূঁইয়ার মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজী সেতুর পূর্ব প্রান্ত দিয়ে শিশু মারিয়া রাস্তা পার হচ্ছিল। এসময় ‘ঢাকা মেট্রো-ড-১৪-১২৭৩’নাম্বারের একটি চলন্ত পিকআপ শিশু মারিয়াকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এমএ বারী লাইভ নারায়ণগঞ্জকে জানান, নিহতের পরিবার থানায় এখনও কোন অভিযোগ দেয় নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RSS
Follow by Email