শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04রূপগঞ্জ

রূপগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণে অভিযোগে মারুফ (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মারুফ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন গোদগাঁও এলাকার ডাক্তার আলীর ছেলে। রূপগঞ্জে সে দিন মজুর হিসেবে কাজ করতেন।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, রূপগঞ্জ উপজেলার ডহরগাও এলাকায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণে অভিযোগে স্থানীয়রা মারুফকে পিটুনী দেয়। পরবর্তীতে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, এঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়েল করেছেন। ভিকটিম শিশুর প্রয়োজনীয় চিকিৎসাসহ মেডিকেল পরীক্ষা করানো হবে।

RSS
Follow by Email