মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led02Led05রূপগঞ্জ

রূপগঞ্জে পলিথিনে মোড়ানো যুবকের ৭ টুকরো লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের লেক থেকে পলিথিনে মোড়ানো এক যুবকের ৭ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের এক লেক থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে কাঞ্চন-কুড়িল সড়কের পাশে লেকের পানিতে হাত ধোয়ার সময় দুর্গন্ধ পান স্থানীয় এক রিকশাচালক। পরে তিনি স্থানীয় আরও কয়েকজনকে ডাক দিলে পলিথিনে মোড়ানো ব্যাগগুলো পান তারা। খবর পেয়ে পুলিশ এসে কালো রঙের তিনটি পৃথক পলিথিন ব্যাগে মরদেহের খন্ডাংশগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা লাশ উদ্ধার করেছি। ওই যুবক অন্তত তিনদিন আগে মারা গেছেন বলে ধারণা করছি। লাশের কিছু অংশ এখনো খুজে পাইনি। আনুমানিক ভাবে নিহত যুবকের বয়স ৪০। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

RSS
Follow by Email