মঙ্গলবার, মে ১৩, ২০২৫
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ মে) পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে বায়ুদূষণ রোধে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) বিধি লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। রূপসী বরপার মেসার্স বিক্রমপুর স্টিল লিমিটেডকে ২ লাখ এবং একই এলাকার রিমসো ব্যাটারী এন্ড কোং (প্রা.) লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন। তিনি জানান, নারায়ণগঞ্জে দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে রিমসো ব্যাটারী এন্ড কোং (প্রা.) লিমিটেডে উন্মুক্তভাবে ফেলে রাখা নির্মাণ সামগ্রী (বালি, সুরকি) তৎক্ষণাৎ ত্রিপল দিয়ে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযানে সহায়তা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

RSS
Follow by Email