রূপগঞ্জে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২ বন্ধু
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে কাঞ্চন-রূপসী সড়কে নসিমন ও মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে ৩ বন্ধুর মধ্যে একজন নিহত ও ২জন আহত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হলেন বরিশালের বাকেরগঞ্জ থানার কলসকাঠির কালাম খানের ছেলে হৃদয় খান (২৬)। তার আহত বন্ধুরা হলেন মুন্না ও শান্ত।
স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, রাজধানীর নতুনবাজার এলাকা থেকে রূপগঞ্জ এলাকায় খেজুরের রস খেতে এসেছিলেন তারা। রস থেকে ফেরার পথেই সকাল আটটার দিকে ইটবোঝাই নসিমনের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী হৃদয় খান। গুরুতর আহত হন তার বন্ধু মুন্না ও শান্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম বলেন,এ ঘটনায় ইটবোঝাই নসিমনের চালককে আটক করা হয়েছে। এখন পর্যন্ত (এ রিপোর্ট লেখা পর্যন্ত) থানা কোন অভিযোগ করা হয়নি। পুলিশ লাশটিকে মর্গে পাঠিয়েছে, ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।