বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
জেলাজুড়েরূপগঞ্জ

রূপগঞ্জে নসিমনের চাপায় যুবক নিহত

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ইউএস বাংলা কোম্পানীর ভেতরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার চরপাড়ার এলাকার ইউএস বাংলা কোম্পানীর ১০ নাম্বার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইন্নাল (২৫), জামালপুর জেলার বকশীগঞ্জ এলাকার হারুনুর রশীদের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ইন্নাল ইউএস বাংলা কোম্পানীর ১০ নাম্বার রোড দিয়ে যাচ্ছিল ইন্নাল। এসময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে একটি নসীমন এসে ইন্নালকে ধাক্কা দেয়। পরে নসিমনের চাকার নিচে ইন্নালের মাথা পিষ্ট হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

RSS
Follow by Email