রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led02রূপগঞ্জ

রূপগঞ্জে ‘নছিমন’র ধাক্কায় নিহত ১

লাইভ নারায়ণগঞ্জ: শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন অবৈধ ‘নছিমন’র ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে।

রূপগঞ্জের গাউছিয়া চত্বরে সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে নয়টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ৪৫ বছর বয়সী মো. অলিউল্লাহ। সে গাউছিয়ার একটি টেক্সটাইলে চাকরি করতেন।

নিহতের ভাই মো. ইসমাইল হোসেন জানান, সকালের দিকে কারখানায় যাওয়ার পথে রূপগঞ্জ গাউছিয়া চত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী নছিমনের ধাক্কায় গুরুতর আহত হয় আবদুল্লাহ। স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

RSS
Follow by Email