বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
Led01Led02রূপগঞ্জ

রূপগঞ্জে ‘ডিএকে টেক্সটাইল’কারখানায় অগ্নিকান্ড, দেড় ঘন্টায় নিয়ন্ত্রণে

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে সুতার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকার ‘ডিএকে টেক্সটাইল’নামে ওই কারখানায় আগুন লাগে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে পলেস্টার, টিস্যু ও নাইলনজাতীয় সুতা তৈরি হয়। এ জাতীয় পদার্থে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ জন্য অল্প সময়ের মধ্যেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ তুলা, সুতা, কেমিক্যাল ও মেশিনারিজ সামগ্রী পুড়ে যায়।

কারখানার ব্যবস্থাপক তরু বাবু বলেন, ‘হঠাৎ করে আগুনের শিখা দেখতে পেয়ে মিলে কর্মরত শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দ্রুত আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

আগুনে টেক্সটাইল মিলের কাঁচামাল, উৎপাদিত সুতা, সাইজিং করার সুতা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সুতাসহ মেশিনের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুনের খবর পেয়ে আমাদের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার পরিমাণ ক্ষতি হয়েছে।

RSS
Follow by Email