বুধবার, মে ১৪, ২০২৫
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা, হাসপাতালে প্রাণ হারালেন শ্রমিক

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ থানার ইছাখালী এলাকায় গভীর রাতে ট্রেনের ধাক্কায় এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত ওই তরুণের নাম মো. শাহীন (১৮)। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় হলেও, তিনি রূপগঞ্জের ইছাখালী এলাকায় বসবাস করতেন।

নিহতের মামা আব্দুর রব জানান, তার ভাগ্নে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে ইসাখালি গাজী ব্রিজ এলাকায় ট্রেনটির সাথে ধাক্কা লাগে। মারাত্মকভাবে আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও, কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

RSS
Follow by Email