বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led02রূপগঞ্জ

রূপগঞ্জে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত, বেঁচে গেলো শিশু সন্তান

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের গন্ধবপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী নাজমুল ও স্ত্রী তাহমিনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় তাদের সাথে থাকা শিশু সন্তান আহত হয়।

শুক্রবার (১০ নভেম্বর) ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্বামী-স্ত্রী’র বাড়ি সোনারগাঁয়ের পানাম নগর এলাকায়।

বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জুবায়ের হোসেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত একটি মাইক্রবাস তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় পরে যায় এবং সেখানে তাদের একটি ট্রাক চাপা দিলে স্বামী স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। অল্পের জন্য রক্ষা পায় তাদের সাথে তাকা শিশু সন্তান।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। যেই মাইক্রবাসটি তাদের ধাক্কা দিয়েছিলো সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

RSS
Follow by Email