সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
রূপগঞ্জ

রূপগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. মামুন খান (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামুনের ভাতিজা নাসিম খান বলেন, আমার চাচা পেশায় প্লাস্টিক পাইপ ব্যবসায়ী। সকালে আমরা দুজন মোটরসাইকেলে রূপগঞ্জের গাউছিয়ার পাঁচদোনা এলাকায় যাওয়া মাত্রই হঠাৎ মোটরসাইকেলের পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে আরেকটি ট্রাক তার বাম পায়ের হাঁটুর ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

RSS
Follow by Email