রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ট্রাকের ধাক্কায় খাদে পড়ে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আউখাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পোশাক শ্রমিকের নাম কবির উদ্দিন (৫৫)। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ফতেহপুর এলাকার মৃত তোয়ার মোল্লার ছেলে। তিনি স্থানীয় রবিন টেক্সটাইলের অল ওভার প্রিন্ট বিভাগে কাজ করতেন।
স্থানীয়রা জানান, নিহত কবির উদ্দিন ভোর ৬টার দিকে তার ডিউটি শেষ করে রবিন টেক্সটাইল থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কে পার হওয়ার সময় একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি পাশের খাদে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিন টেক্সটাইলের অ্যাডমিন ম্যানেজার মোহাম্মদ ইউসুফ এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
ভুলতা হাইওয়ে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।