বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
Led04রূপগঞ্জ

রূপগঞ্জে ট্রাকচাপায় যুবক আহত, হাসপাতালে মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আউখাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শেখ ফরিদ (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতিতে সিলেটগামী একটি অজ্ঞাত ট্রাক শেখ ফরিদকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভুলতা হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহত শেখ ফরিদ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার পালগাঁও এলাকার সুরুজ মিয়ার ছেলে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email