শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02রাজনীতি

রূপগঞ্জে জামায়াতে’র সেক্রেটারি ‘গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে’

লাইভ নারায়ণগঞ্জ: ‘১৪, ১৮, বা ২৪ সালের মতো নির্বাচন হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না। ভোটকেন্দ্রে গিয়ে দেখা যাবে, আওয়ামী লীগ, যুবলীগ এবং পুলিশ ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই সময়কে মুখ্য না ভেবে জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। ৬-৭ মাস বা এক বছরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সম্ভব। তবে শুধু সময় নেওয়া নয়, প্রশাসনের গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন ওসি, ডিসি, এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (৬ ডিসেম্বর) রূপগঞ্জে একটি দলের শিক্ষামূলক কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন খুব বেশি বিলম্বিত হওয়া যেমন উচিত নয়, তেমনি অতি দ্রুত আয়োজন করাও ঠিক হবে না। নির্বাচনের জন্য রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রতিষ্ঠান সংস্কার করতে হবে। তা না হলে অতীতের মতো অগ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভারতের আগ্রাসনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে জাতীয় অখণ্ডতা রক্ষার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। জামায়াতে ইসলামী এই আহ্বানে সাড়া দিয়ে একাত্মতা প্রকাশ করেছে।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বার, জেলা আমির মমিনুল হক সরকার, এবং জেলা সেক্রেটারি হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email