রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
Led05রূপগঞ্জ

রূপগঞ্জে চুরির সময় দুর্ঘটনা, হাসপাতালে যুবকের মৃত্য

লাইভ নারায়ণগঞ্জ: জামিনে মুক্ত হওয়ার মাত্র দু’দিনের মাথায় আবারও চুরির মতো অপরাধে জড়ানো এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, শুক্রবার দিবাগত রাতে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ‘চুরি করতে গিয়ে’ মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়। তবে নিহতের মাথায় ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন থাকায় এই ঘটনাকে নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

নিহত যুবকের নাম মো. তামিম (২৫)। তিনি মুড়াপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, গত দু’দিন আগেই একটি চুরির মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন তামিম। কিন্তু মুক্তি পাওয়ার পর দু’দিনও কাটেনি, এর মধ্যেই তার এমন মর্মান্তিক পরিণতি হলো।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গুরুতর আহত অবস্থায় তামিমকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর যখন তার স্বজনরা মরদেহ নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, নিহত তামিম তার কয়েকজন সহযোগীর সঙ্গে মুড়াপাড়া এলাকার লিনা পেপারস মিলসে চুরি করতে গিয়েছিল। এ সময় ভারী কোনো বস্তু তামিমের মাথায় পড়লে সে গুরুতর আহত হয়। পরে তার সহযোগীরাই তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে এটা দুর্ঘটনা নাকি হত্যা, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বিষয়টি পরিষ্কার হবে।”

ওসি আরও জানান, নিহত তামিমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি নিয়ে এরই মধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত চলছে।

RSS
Follow by Email